স্ত্রীর ইচ্ছে পূরণ করতে হেলিকপ্টার ভাড়া করলেন স্কুলশিক্ষক (ভিডিওসহ)
স্ত্রী একবার জানতে চেয়েছিল, একটা হেলিকপ্টার ভাড়া করতে কত টাকা খরচ হতে পারে? রাজস্থানের এক স্কুলশিক্ষক তখনই সিদ্ধান্ত নিয়ে ফেললেন স্ত্রীর ইচ্ছা পূরণ করার।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ওই শিক্ষকের নাম রমেশচন্দ্র মিনা। চাকরি থেকে অবসর নেওয়ার দিন স্কুল থেকে বাড়ি ফিরলেন হেলিকপ্টারে চেপে। সঙ্গে ছিল স্ত্রী ও নাতি।
জয়পুর থেকে ১৫০ কিলোমিটার পথ পেরিয়ে মালওয়ালি গ্রামে তাঁর বাড়িতে গেলেন রমেশচন্দ্র। তাঁর পরনে ছিল প্রথাগত পোশাক ও রোদচশমা।
তিনি জানান, নয়াদিল্লির এক সংস্থা থেকে ৩.৭০ লাখ টাকা খরচ করে স্ত্রীর ইচ্ছে পূরণ করেছেন রমেশচন্দ্র। ১৮ মিনিটের এই যাত্রা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি।
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘আমরা ছাদে বসেছিলাম। তখন একটা হেলিকপ্টার উড়তে দেখে স্ত্রী আমার কাছে জানতে চেয়েছিল হেলিকপ্টার ভাড়া করতে কত খরচ পড়বে। ওর ইচ্ছে পূরণ করতেই আমি একটা হেলিকপ্টার ভাড়া করি আমার অবসর নেওয়ার দিনে। এটাই আমাদের প্রথম অভিজ্ঞতা। আমরা দারুণ উপভোগ করেছি।’
তিনি আরো বলেন, ‘আমি সমস্ত প্রয়োজনীয় অনুমতি নিয়েছিলাম জেলা প্রশাসন এবং অন্যান্য দপ্তর থেকে। আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই, যারা কাজটা সহজ করে দিয়েছে।’