নেপালে আবারও ৫.৫ মাত্রার ভূমিকম্প
নেপালে আবারও মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৭০০ কিলোমিটার পশ্চিমে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল (ভূমিকম্প সম্পর্কিত) সেন্টারের বরাত দিয়ে হিমালয়ান টাইমস জানায়, রোববার সকালে ইদোম জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গতকাল বিকেল ৪টায় ইদোম থেকে ৩০ কিলোমিটার দূরে বাজুরা জেলার জগন্নাথ এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত এপ্রিল মাসে দেশটিতে এক ভয়াবহ ভূমিকম্পে পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।