যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের কাছে ইরানের রকেট
ইরানের বিপ্লবী গার্ডের ছোড়া একটি রকেট বিমানবাহী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস হ্যারি এস ট্রুম্যান’-এর কাছাকাছি এসে পৌঁছেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে দেশটি।
ওই ফুটেজের মাধ্যমে যুক্তরাষ্ট্র দাবি করছে, গত ২৬ ডিসেম্বর ইরানের একটি জাহাজ থেকে নিশানাহীন রকেটটি পড়ে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের কাছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে ইরান।
বার্তা সংস্থা রয়টার্স-এর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ২৬ ডিসেম্বরই দাবি করে, ইরানের জাহাজ থেকে রকেট ছোড়া হয়েছে। এর পাঁচ দিন পর ৩১ ডিসেম্বর বিপ্লবী গার্ডের একজন মুখপাত্র দাবি করেন, এটি যুক্তরাষ্ট্রের ‘মিথ্যা’ দাবি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ‘স্নায়যুদ্ধে লিপ্ত হতে চাইছে’।
তবে শনিবার প্রকাশিত ফুটেজে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দাবি করেছে, রাডার ফুটেজ থেকে স্পষ্ট, ২৬ ডিসেম্বর বেশ কয়েকটি রকেট ছুড়েছে ইরান। এগুলোর কয়েকটি পড়েছে যুদ্ধজাহাজ ট্রুম্যানের কাছে।