শিশু মুর্তাজার জার্সিতে মুগ্ধ মেসি!
আমাদের দেশে যখন পলিথিন ব্যাগ প্রচলিত ছিল, তখন এ রকম ব্যাগ পাওয়া যেত। নীল আর সাদা রঙের দাগ কাটা। ফুটবল প্রেমিদের কাছে বেশ পরিচিত এ নীল-সাদা রং। এ যে ম্যারাডোনা আর মেসির দেশ আর্জেন্টিনার পতাকা!
এসব ব্যাগ আফগানিস্তানে এখনো পাওয়া যায়। আর এ ব্যাগ কৌশলে গায়ে জড়িয়ে নিয়েছে পাঁচ বছর বয়সী মুর্তাজা। কাউকে দিয়ে পেছনে ইংরেজিতে আঁকিয়ে নিয়েছে মেসির নাম। আর এর নিচে মেসির ১০ নম্বর লেখাতে ভুল করেনি মুর্তাজা।
মেইল অনলাইন সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, পাঁচ বছরের শিশু মুর্তাজার এ কাণ্ডের ছবি ইন্টারনেটের কল্যাণে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। শিশুর চাচা আজিম আহমাদি অস্ট্রেলিয়াতে কাজ করেন।
তিনি জানিয়েছেন, শিশু মুর্তাজা মেসি আর ফুটবলের দারুণ ভক্ত। কিন্তু কৃষক পরিবার মুর্তাজার বাবার পক্ষে এ ধরনের একটি জার্সি কেনা সম্ভব নয়। পরিবারটি অনেক দরিদ্র। তাই বলে বসে নেই অদম্য মুর্তাজা। পলিথিন ব্যাগ জড়িয়ে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে, প্রকাশ করেছে গুরুর প্রতি ভালোবাসা।
দেশটির গজনী প্রদেশের জাগোরি জেলায় শিশু মুর্তাজার বসবাস। মুর্তাজার বাবা অর্থাৎ আজিমের ভাই আরিফের কানে পৌঁছে গেছে এ খবর। তিনি জানান, মুর্তাজার বড় ভাই হুমায়ুন ছবিটি ফেসবুকে দিয়ে দেয়।
এদিকে মুর্তাজা পরে জানতে পেরেছে তার জন্য রয়েছে দুর্দান্ত সংবাদ। খোদ লিওনেল মেসির চোখে ধরা পড়েছে মুর্তাজার পাগলামি। মেসি বিষয়টি নিজেই টুইট করেছেন। মেসি জানিয়েছেন, তিনি শিশু মুর্তাজার সঙ্গে দেখা করতে চান এবং নিজ হাতে তাকে একটি জার্সি দিতে চান।
মুর্তাজার বাবা আরিফ বলেন, ‘যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের কাছ থেকে আমরা সব শুনেছি। মেসির সাড়া পেয়ে মুর্তাজা ব্যাপক খুশি। মুর্তাজা এখন আশা করে বসে আছে কেউ না কেউ তাকে সাহায্য করবে মেসির সঙ্গে দেখা করার ব্যাপারে।’