নাগাল্যান্ডে আবারও সন্দেহের বশে পিটিয়ে হত্যা
ঘটনার পুনরাবৃত্তি ঘটল ভারতের নাগাল্যান্ডে। পিটিয়ে কথিত ‘ধর্ষককে’ হত্যা করল বিক্ষুব্ধ জনতা।
ঘটনাটি ডিমাপুরের শহরতলির মেলুরি গ্রামের। সেখানে ধর্ষণ ও খুনের দায়ে এক যুবককে হাত বেঁধে ঝুলিয়ে পেটায় গ্রামবাসী। এতে মৃত্যু হয় যুবকটির।
টাইমস অব ইন্ডিয়া ও ডেইলি মেইল বলছে, গত বছরের সেপ্টেম্বরে মেলুরি গ্রামের ১১ বছর বয়সী এক কিশোরী ধর্ষিত ও খুন হয়। পরদিন কিশোরীটির মৃতদেহ খুঁজে পাওয়া যায় এক কিলোমিটার দূরের এক জঙ্গলে।
ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যান মৃতের প্রতিবেশী ও ১৮ বছরের যুবক ইবো চা। ঘটনার সঙ্গে তাঁর যোগ আছে, এমন সন্দেহ ছিল তখন থেকেই। গত শুক্রবার তিনি বাড়ি ফিরলে স্থানীয় কয়েকজন তাঁকে গ্রামের স্কুলমাঠে নিয়ে নগ্ন করে হাত বেঁধে ঝুলিয়ে পেটায়। ঘণ্টাখানেকের পিটুনিতে মারা যান ইবো চা।
নাগাল্যান্ড পুলিশের মহাপরিদর্শক ওয়াবাঙ্গ জামির বলেছেন, ঘটনার সময় কেউ পুলিশে খবর দেয়নি। তাঁরা এই ঘটনা জানতে পারেন যুবকটি নিহত হওয়ার পর।
চলতি মাসের শুরুতে এমন আরেকটি ঘটনা ঘটেছিল নাগাল্যান্ডে। প্রদেশের সবচেয়ে বড় শহর ডিমাপুরে এক সন্দেহভাজন ধর্ষককে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। কারাগার ভেঙে, শহরের পথে ঘুরিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় ওই ব্যক্তিকে।
পরে প্রাদেশিক সরকার ও পুলিশ দাবি করে, নিহত যুবকটি ধর্ষণকাণ্ডে জড়িত ছিল না। আরো দাবি করা হয়, পারস্পরিক সম্মতির ভিত্তিতে এক নাগা নারীর সঙ্গে দৈহিক সম্পর্ক হয়েছিল যুবকটির।