কামড় তাঁর প্রাপ্য, বললেন কেরালার সেই বিধায়ক
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ক্ষমতাসীন দলের বিধায়ক কে শিবদাসন নাইরকে কামড় দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন আরেক বিধায়ক জমিলা প্রকাশম। কামড় শিবদাসনের প্রাপ্য ছিল বলেও তিনি মন্তব্য করেছেন।
এনডিটিভির খবরে বলা হয়, গত শুক্রবার কেরালা বিধানসভায় বাজেট পেশ করছিলেন অর্থমন্ত্রী কেএম মনি। এরই মধ্যে শুরু হয় হট্টগোল ও সংঘর্ষ। ওই সময় বিরোধী দল বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ) নারী বিধায়ক জমিলা প্রকাশম তাঁকে কামড় দেন বলে অভিযোগ করেন ক্ষমতাসীন সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্টের (ইউডিএফ) আইনপ্রণেতা শিবদাসন।
এনডিটিভিকে হাতে কামড়ের দাগ দেখিয়ে শিবদাসন আরও বলেন, ‘ঘটনার (হট্টগোলের) সময় আমি মুখ্যমন্ত্রী উমেন চন্ডির পাশে ছিলাম। আমি তাঁকে রক্ষা করতে চেয়েছিলাম।’
এ প্রসঙ্গে জমিলা এনডিটিভিকে বলেন, কামড় শিবদাসনের প্রাপ্য ছিল। তিনি আরও বলেন, ‘ওই বিধায়ক (শিবদাসন) পেছন থেকে আমার বাহু চেপে ধরেন। অন্য হাত দিয়ে তিনি আমার কোমরে ধরেছিলেন। এতে আমি পেছনের দিকে পড়ে যাই। ওই সময় কেউ একজন হাঁটু দিয়ে আমাকে পেছন থেকে লাথি মারে। পেছনে ফিরে দেখি এটা শিবদাসন। তখন আমি তাঁকে হুঁশিয়ার করে বলি, আমাকে না ছাড়লে কামড় দেব। কিন্তু সে তা-ই করে দেখাতে আমাকে চ্যালেঞ্জ করে। তখনই আমি তাঁকে কামড় দিই। আমি মুখ্যমন্ত্রীকে স্পর্শও করিনি।’
বিধানসভায় অপ্রীতিকর ঘটনায় শিবদাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই স্পিকারের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন জমিলা প্রকাশম। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি যা করেছি তা ছিল প্রতিকারমূলক ব্যবস্থা। আমি আত্মসমর্পণ করিনি। নিজের জন্য লড়াই করার সাহস আমার আছে।’