ব্রাজিলে বাস খাদে, নিহত ৩২
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে স্যান্টা ক্যাটারিনা রাজ্যের জঁভিলা শহরে একটি পর্যটন বাস খাদে পড়ে ৩২ জন নিহত হয়েছেন। আজ রোববার সকালে বিবিসি এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ৫০ জন যাত্রী নিয়ে বাসটি ৪০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছেছে। এখনো সেখানে লোকজন আটকে আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, মোড় নেওয়ার সময় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। সরকারের স্থানীয় এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, রাতে বাসটি গভীর খাদের গাছপালার মধ্যে পড়ায় উদ্ধার তৎপরতা চালাতে সমস্যা হচ্ছে। ব্রাজিলের এই পাহাড়ি এলাকাটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধারকাজের জন্য একটি হেলিকপ্টার সেখানে পাঠানো হলেও সেটি অবতরণ করতে পারেনি।
তবে জরুরি উদ্ধারকারী দল জানিয়েছে, ১২ জনকে উদ্ধার করে জঁভিলা ও ক্যাম্পো আলেগ্রের হাসপাতালে পাঠানো হয়েছে। সেনা কর্মকর্তা নেলসন কোয়েলহো এক বিবৃতিতে বলেন, ‘ধ্বংসস্তূপে লোকজন আটকে আছে। তবে কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা খুব ক্ষীণ।’