মক্কায় হজযাত্রী পাঠাবে না ইরান

চলতি বছর সৌদি আরবে কোনো হজযাত্রী পাঠাবে না ইরান।
গতকাল বৃহস্পতিবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, গত বছর হজের সময় সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে কমপক্ষে দুই হাজার ৪২৬ জন নিহত হন। ওই দুর্ঘটনায় ইরানের ৪৬৪ হজযাত্রী নিহত হন বলে দাবি করা হয়। এ ঘটনার জন্য হজ ব্যবস্থাপনায় সৌদির ‘অযোগ্যতা’কেই দায়ী করেছে ইরান। এর পরিপ্রেক্ষিতে দেশটি চলতি বছরে কোনো হজযাত্রী না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের সংস্কৃতি ও ইসলামী অনুশাসনমন্ত্রী আলি জান্নাতি বলেন, হজের সময়কার নিরাপত্তা ইস্যু নিয়ে কয়েক মাস ধরে সৌদি ও ইরানের মধ্যে দরকষাকষি হয়েছে। কিন্তু বিষয়টির কোনো সুরাহা হয়নি।
আলি জান্নাতিকে উদ্ধৃত করে ইরানের সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, ‘আমাদের সাধ্যমতো সবকিছু করেছি। কিন্তু সৌদি সবকিছু শেষ করে দিয়েছে। এখন আর সময় নেই।’
এদিকে, হজযাত্রী না পাঠানোর সিদ্ধান্তের জন্য ইরানের কর্মকর্তাদের দুষছে সৌদি আরব। চাপ তৈরি করতে ইরান এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে সৌদি।
সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে গতকাল সন্ধ্যায় এক বিবৃতি দেয় দেশটির হজ মন্ত্রণালয়। এতে হজযাত্রী না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় ইরানের সমালোচনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, যেকোনো দেশের মুসলমানদের সেবা করতে সম্মানিত বোধ করে সৌদি আরব।