ইয়েমেনে বিমান হামলায় নিহত ৩৬
ইয়েমেনের বন্দরনগরী এডেনে বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৩৬ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের সূত্রে রয়টার্স এ কথা জানায়। দেশটির তায়েজ নগরীতেও যুদ্ধের ব্যাপকতা বেড়েছে বলে খবরে জানানো হয়েছে।
ইয়েমেনের প্রাদেশিক কর্মকর্তা আবেদ্রাবো আল মিহওয়ালি জানান, ইয়েমেনের বৃহত্তম বিমান ঘাঁটি আল আনাদ থেকে বের হয়ে আসা গাড়িবহরে গত রাতে বিমান হামলায় কমপক্ষে ২০ জন বিদ্রোহী নিহত হয়েছেন। এ সময় বিদ্রোহীদের দুটি ট্যাংক ও চারটি সাঁজোয়া যান বিধ্বস্ত হয়। এ ছাড়া তায়েজে নগরীতেও বিমান হামলায় ১৬ জন নিহত হওয়ার খবর জানান আল মিহওয়ালি।
সামরিক সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানায়, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক রয়েছে। বাড়িতে গোলার আঘাতে তারা নিহত হয়।
ইয়েমেনে আল-কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে আল আনাদ বিমানঘাঁটিকে একটি গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে বিবেচনা করা হতো। কয়েক মাস আগে বিদ্রোহীরা অগ্রসর হয়ে এ গুরুত্বপূর্ণ অবস্থানটি দখল করে নিয়েছিল।
রয়টার্স আরো জানিয়েছে, দেশটিতে নির্বাসিত প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদির অনুগত সৈন্যরা হুতি শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে জোরদার প্রতিরোধ গড়ে তুলেছে।