ইয়েমেন থেকে ফিরছেন ৩৩৭ বাংলাদেশি
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে দেশে ফিরছেন ৩৩৭ বাংলাদেশি। ভারতের নৌবাহিনীর জাহাজে করে আজ শনিবার বিকেলে তারা ভারতের কেরালার সমুদ্রবন্দর কোচিতে যাবেন। সেখান থেকে বিমানে করে আজ রাতেই তারা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওই বাংলাদেশিরা গত ১২ এপ্রিল ইয়েমেনের পার্শ্ববর্তী আফ্রিকার দেশ জিবুতি থেকে কেরালার উদ্দেশে রওনা হয়। ইয়েমেনের সানা, হুদেইদা ও এডেন বন্দর থেকে তাঁদের নিয়ে যাত্রা করে ভারতের নৌবাহিনীর জাহাজ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, ওই বাংলাদেশিদের মধ্যে ২২৭ জন জাহাজ ‘এমভি কোরালস’ ও বাকি ৬৫ জন ‘এমভি কাবারাত্তি’তে করে ফিরছেন। এদের মধ্যে ১৪ নারী ও ১৩ শিশু রয়েছে।urgentPhoto
এর আগে দুটি দলে বিভক্ত হয়ে ২১ বাংলাদেশি ইয়েমেন থেকে দেশে ফিরে এসেছেন। এ ছাড়া গত বৃহস্পতিবার ভারতের নৌবাহিনীর জাহাজে করে হুদেইদা ও ইয়েমেন থেকে পাঁচ নারী ও চার শিশুসহ ১৩৬ বাংলাদেশি জিবুতি পৌঁছেছেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিবুতিতে সমুদ্রবন্দরে তাদের স্বাগত জানান বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জিবুতিতে থাকা বাংলাদেশিদের জন্য খাদ্য, আশ্রয় ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২০ এপ্রিল বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে জিবুতি থেকে তাঁদের ঢাকায় আনার কথা রয়েছে।