নেপালে বাস নদীতে, নিহত ২১
নেপালে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে ২১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার ভোরে দেশটির চিত্তন জেলায় এ ঘটনা ঘটে।
জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা বিনোদ প্রকাশ সিং এএফপিকে বলেন, বাস নদীতে পড়ে ২১ জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার হয়েছেন ১৬ জন। উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রকাশ সিং বলেন, নদীতে পড়ে যাওয়া বাসটি এখনো আংশিক ডুবে আছে। যাত্রীদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে। নদীর পানি ও এর স্রোত বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। এরই মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটি রাওতাহাট জেলার পর্যটন শহর পোখারায় যাচ্ছিল।
খারাপ রাস্তা, যানবাহন রক্ষণাবেক্ষণ না করা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে নেপালের মহাসড়কে দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা।
গত সপ্তাহে এক সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হন। কারভান জেলার পাহাড়ি সড়ক থেকে যাত্রীবাহী একটি বাস ৫০০ মিটার নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।