পদদলনে আহত হজযাত্রীদের হত্যা করেছে সৌদি : ইরান
গেল বছর পবিত্র হজ পালনের সময় পদপিষ্টে আহত হজযাত্রীদের সৌদি আরব কর্তৃপক্ষ হত্যা করেছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ অভিযোগ করেছেন।
এ বছর হজের আয়োজন চলার সময় এক বিবৃতির মাধ্যমে এই অভিযোগ জানানো হলো।
ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করেন, ‘আহত হজযাত্রীদের ন্যূনতম চিকিৎসাসেবা বা তৃষ্ণা মেটানোর পানি না দিয়ে উল্টো মৃতদের সঙ্গে তাঁদের কনটেইনারে তালাবদ্ধ করে রাখে হৃদয়হীন এবং খুনি জাতি সৌদি। তারা ওই সব আহত হজযাত্রীদের হত্যা করেছে।’
গত বছর হজ চলাকালে পদপিষ্ট হয়ে হজযাত্রী নিহত হওয়ার ঘটনার এক বছর পূর্তিতে এই বিবৃতি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। একই সঙ্গে হজ অনুষ্ঠান পরিচালনার জন্য নতুন কোনো পক্ষকে দায়িত্ব দেওয়ারও দাবি জানান তিনি। অবশ্য এসব অভিযোগের বিপরীতে কোনো প্রমাণ হাজির করেননি আয়াতুল্লাহ আলী খামেনি।
এদিকে, ইরান পবিত্র হজ পালনের বিষয়টিকে রাজনীতিকরণ করতে চাইছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ।
ইরানের ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার সৌদি প্রেস এজেন্সিকে মোহাম্মদ বিন নায়েফ বলেন, এ বছর হজ পালনে নিজেদের কোনো নাগরিককে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান।
২০১৫ সালের সেপ্টেম্বর মাসে হজ চলাকালে পদপিষ্ট হয়ে মারা যান দুই হাজার ৪২৬ জন হজযাত্রী। এর মধ্যে ৪৬৪ জন ইরানি ছিলেন জানিয়ে এ ঘটনার জন্য সৌদি আরবের ব্যবস্থাপনাকে দায়ী করে ইরান। এর আগে মক্কায় একটি ক্রেন দুর্ঘটনায় ১১১ জন নিহত হওয়ার ঘটনায়ও সৌদি আরবের কর্তৃপক্ষকে দায়ী করেন আয়াতুল্লাহ খামেনি। সে সময় তিনি সৌদি আরবের শাসকদের ‘শয়তান’ বলে অভিহিত করেন।
এখন পর্যন্ত গত বছরের হজে ঘটা পদপিষ্টের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি সৌদি আরব কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জানানো হয়, দুই দল হজযাত্রীর হুড়োহুড়িতে এ ঘটনা ঘটে। তবে এ বছর হজযাত্রীদের নিরাপত্তায় ইলেকট্রনিক ব্রেসলেট ব্যবস্থা চালু করা হয়েছে। সেই সঙ্গে কোনো ধরনের হুড়োহুড়ি ঠেকাতে পর্যাপ্ত ক্যামেরা বসানো হয়েছে।