পাকিস্তানের গুলিতে আহত বিএসএফ কনস্টেবলের মৃত্যু
ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের কঠুয়া জেলার হিরানগর সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে আহত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কনস্টেবল গুরনম সিং (২৬) মারা গেছেন।
স্থানীয় সময় শনিবার জম্মুর সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরনমের মৃত্যু হয়।
শুক্রবার পাকিস্তানি সেনাদের স্নাইপার হামলায় গুরুতর আহত হন গুরনম। এর পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কঠুয়া জেলা থেকে ৯০ কিলোমিটার দূরে জম্মুতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সেখানেই শনিবার তাঁর মৃত্যু হয়।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, শুক্রবার হিরানগর সেক্টরে বিএসএফের সঙ্গে গোলাগুলিতে পাকিস্তানি রেঞ্জার্স বা আধাসামরিক সাত সেনা নিহত হন। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এমন দাবি নাকচ করা হয়।
গত মাসে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল বা এলওসি) অতিক্রম করে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় ভারত। এর পর থেকে দুই দেশের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়।
এর আগে কাশ্মীরের উরিতে একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ১৯ সেনাকে হত্যা করে সন্ত্রাসীরা। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়। ওই হামলার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছায়।