নেদারল্যান্ডসে দেড় হাজারের বেশি পরিবেশকর্মী গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/28/nedarlands_arrest.jpg)
নেদারল্যান্ডসে দেড় হাজারের বেশি পরিবেশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এক্সটিংশান রিবিলিয়ন জলবায়ু গ্রুপের। গতকাল শনিবার (২৭ মে) হেগে বিক্ষোভের সময় তাদের গ্রেপ্তার করা হয়। ডাচ পুলিশ এই তথ্য জানিয়েছে।
জীবাশ্ম জ্বালানিতে ডাচ সরকারের ভুর্তুকির প্রতিবাদে পরিবেশ কর্মীরা শহরের প্রধান সড়কের বন্ধ করে দেয়। এ সময়ে জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ এবং এক হাজার ৫৭৯ জন কর্মীকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ভাঙচুরের অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হবে।
দ্য হেগ পার্লামেন্ট ও মন্ত্রণালয়ের প্রধান ভবনগুলোর কাছের এই মোটরওয়ে সেকশনে এক্সটিংশান রিবিলিয়ন এ নিয়ে সপ্তমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করে। কিন্তু, এবারই এতো বেশি সংখ্যক কর্মীকে আটক করা হয়েছে। বিক্ষোভে প্রায় সাত হাজার লোক অংশ নিয়েছিল বলে জানায় এক্সটিংশান রিবিলিয়ন।
বিক্ষোভে অংশ নেওয়া ৩১ বছর বয়সী অ্যান ক্যারেভার্স বলেন, ‘জলবায়ু সংকটের কারণটি অজানা নয়, আমরা জানি। তবুও সরকার এতে ভর্তুকি দিচ্ছে। এটি বন্ধ হওয়ার দরকার।’