পুতিন ও এরদোগানের বৈঠক সোমবার, হতে পারে শস্য চুক্তি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের বৈঠক আগামী সোমবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ক্রেমলিন বলেছে, এই বৈঠকে দু’একটি চুক্তি হতে পারে। চুক্তিগুলোর মধ্যে শস্য চুক্তিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির।
জুলাইয়ে তুরস্ক দালালদের সহযোগিতা করছে দাবি করে জাতিসংঘ সমর্থিত চুক্তি থেকে সরে এসেছিল রাশিয়া। কৃষ্ণ সাগর দিয়ে বেসামরিক জাহাজের নিরাপদ চলাচলও প্রত্যাহার করেছিল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আগামী সোমবার সোচিতে আলোচনা হতে পারে।’
কিয়েভ হয়ে অস্থায়ী করিডোর দিয়ে দুইটি জাহাজ নিরাপদভাবে চলাচল করেছে বলে ইউক্রেন জানানোর পরপরই মস্কোর ঘোষণা আসলো।
দেশটির অবকাঠামোমন্ত্রী কুব্রাকভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিন, ‘অস্থায়ী করিডোর দিয়ে দুটি জাহাজ ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর থেকে বসফোরাসে পৌঁছেছে।’
মস্কো ইউক্রেনের বন্দরকে সামরিক লক্ষ্য হিসেবে ঘোষণা করলে গত আগস্টে কিয়েভ এই নতুন উপকূলীয় করিডোরকে ঘোষণা করে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত বৃহস্পতিবার মস্কো সফরের পর বলেন, ইউক্রেনের শস্য কৃষ্ণসাগর দিয়ে পাঠানোর পুনঃচুক্তি খাদ্য নিরাপত্তার জন্য ‘জটিল’ ছিল।