বেইজিংয়ে ইসরায়েল দূতাবাসের কর্মীর ওপর হামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/13/israayyel-thaamb.jpg)
চীনের বেইজিংয়ে অবস্থিত ইসরায়েলের দূতাবাসের এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। হামলার উদ্দেশে খতিয়ে দেখছে তারা। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএফপির।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজকেই বেইজিং দূতাবাসে কর্মরত এক কর্মীর ওপর হামালা চালানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মীর অবস্থা স্থিতিশীল। হামলার উদ্দেশে খতিয়ে দেখা হচ্ছে।’ তবে, দূতাবাসের প্রাঙ্গণে এই ঘটনা ঘটেনি বলে ওই বিবৃতিতে জানানো হয়।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীনে নিযুক্ত মার্কিন দূত নিকোলাস বার্নস। তিনি বলেন, ‘হামলার খবরে আমি মর্মাহত। চীনে অবস্থিত ইসরায়েলের দূতাবাস ও ইসরায়েলি সম্প্রদায়ের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/10/13/israayyel-in.jpg)
এএফপির হাতে থাকা একটি ভিডিওতে দেখা যায়, চীনের রাজধানীর রাস্তায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওটি দূতাবাস থেকে দেড় কিলোমিটার দূরের। ভিডিওটিতে দেখা যায়, হাতে ছুরি নিয়েই ঘটনাস্থল ছাড়ছেন এক ব্যক্তি।