আফগানিস্তানে পাহাড়ি এলাকায় বিমান বিধ্বস্ত
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে প্রদেশটির সরকারি কর্মকর্তারা। চীন, তাজিকিস্তান ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত ঘেঁষা এই প্রদেশটির ঠিক কোথায় বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ। খবর এএফপির।
বাদাখশান প্রদেশের তথ্য বিভাগের প্রধান জাবিউল্লাহ আমিরি বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হয়েছে তবে এখনো জানা যায়নি ঠিক কোথায় এটি বিধ্বস্ত হয়েছে। আমরা দল পাঠিয়েছি ঘটনাস্থল লক্ষ্য করে তবে তারা সেখানে পৌঁছাতে পারেনি এখনো।’ তিনি আরও বলেন, ‘সকালে স্থানীয় লোকজন আমাদের বিমান বিধ্বস্ত হওয়ার খবর দেয়।’
বিশাল হিন্দুকুশ পাহাড় অধ্যুষিত এই প্রদেশটিতে রয়েছে আফগানিস্তানের সর্বোচ্চ পর্বত নোসাক যা সাত হাজার ৪৯২ মিটার উঁচু।