সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ২৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/03/iran_thum_0.jpg)
এএফপির ফাইল ছবি
ইরাক ও সিরিয়ায় অবস্থিত ইরানি সৈন্য এবং তেহরান ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহতের পর গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ হামলা চালানো হয়। এতে ২৩ ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। যার মধ্যে সিরিয়া ও ইরাকের যোদ্ধা আছেন।
একজন যুদ্ধ পর্যবেক্ষকের বরাতে আজ এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে এএফপি। ফরাসি সংবাদ সংস্থাটি বলছে, নিহত ২৩ ইরানপন্থিদের মধ্যে ১০ জন ডেইর ইজর এলাকায় এবং ১৩ জন মায়াদীন এলাকায় মারা গেছেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/02/03/iran_in.jpg)
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমানের বরাতে এতথ্য জানানোর পাশাপাশি বলেছেন, নিহত ইরানপন্থিদের মধ্যে ৯জন সিরিয়ার এবং ছয়জন ইরাকের যোদ্ধা। তবে, সাধারণ জনগণের নিহতের তথ্য নেই।