পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগের পর বাজার থেকে ‘কোভিশিল্ড’ প্রত্যাহার
কোভিশিল্ড টিকা ব্যবহার করলে বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে-এমন অভিযোগ ওঠার পর ব্রিটিশ ফার্মাসিউটিকেল কোম্পানি এস্ট্রাজেনেকা আন্তর্জাতিক বাজার থেকে সব টিকা প্রত্যাহার করে নিচ্ছে। এস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই টিকা উদ্ভাবন করেছে এবং ভারতের সেরাম ইনস্টিটিউট ‘কোভিশিল্ড’ নামে এই টিকা উৎপাদন করে আসছিল। খবর এনডিটিভির।
উদ্ভাবনকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্যিক কারণে তারা কোভিশিল্ড ভ্যাকসিন বাজার থেকে প্রত্যাহার করে নিচ্ছে। এস্ট্রাজেনেকা বলছে, করোনার নুতন ভ্যারিয়েন্টের কারণে বাজার সরবরাহ ব্যবস্থা সমন্বয় করতে তারা বাজার থেকে ভ্যাকসিনটি তুলে নিচ্ছে।
এস্ট্রাজেনেকা ইউরোপীয় ইউনিয়নের বাজার থেকে স্বেচ্ছায় তাদের বাজারজাতকরণের অনুমোদন প্রত্যাহার করে নিয়েছে এবং এই ভ্যাকসিনটি আর উৎপাদন করা হবে না বলে জানিয়েছে। পাশাপাশি তা ব্যবহারও করা হবে না। যেসব দেশে এখনও এই ভ্যাকসিনটি ব্যবহার হচ্ছে সেখান থেকেও বাজারজাতকরণের অনুমোদন প্রত্যাহার করে নেওয়া হবে।
এর আগে বিশাল এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটির বিরুদ্ধে ১০ কোটি পাউন্ড ক্ষতিপূরণের মামলা করা হয় এই অভিযোগে যে এই কোম্পানির ভ্যাকসিন ব্যবহার মৃত্যুর কারণ হতে পারে বা অন্যান্য শারীরিক অসুস্থতার জন্য দায়ী। গত ফেব্রুয়ারিতে এস্ট্রাজেনেকা আদালতের একটি নথি অনুসারে স্বীকার করে নেয় যে, কোভিশিল্ড বিরল রোগ টিটিএস বা থ্রমবোসিস উইথ থ্রমবোসিপটোপেনিয়া সিনড্রোমের জন্য দায়ী হতে পারে।