উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়ার গুপ্তচর উপগ্রহ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/05/28/uttr_koriyyaa.jpg)
উত্তর কোরিয়ার তৈরি গুপ্তচর উপগ্রহটিকে নিয়ে যাওয়া রকেটটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, রকেটের উৎক্ষেপণ উত্তর কোরিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল প্রকল্পের অংশ ছিল।
উত্তর কোরিয়ার ন্যাশনাল এয়ারোস্পেস টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, উপগ্রহটিকে নিয়ে যে রকেটটি যাচ্ছিল, সেটি উড়ানের প্রথম পর্যায়েই বিস্ফোরিত হয়।
তাদের রিপোর্টে বলা হয়েছে, তরল অক্সিজেন জ্বালানির নতুন রকেট মোটরের ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
উৎক্ষেপণের কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা চার জুনের মধ্যে একটি উপগ্রহ মহাকাশে পাঠাবার চেষ্টা করবে। এর আগে গতবছর নভেম্বরে তারা প্রথম গুপ্তচর উপগ্রহ মহাকাশে পাঠায়। জাপানের টিভি নেটওয়ার্ক এনএইচকে-র ফুটেজে রাতের আকাশে একটি জ্বলন্ত প্রজোক্টাইলকে দেখা গেছে।
প্রতিবেশীদের নিন্দা
প্রতিবেশী দেশগুলো উত্তর কোরিয়ার এই রকেট উৎক্ষেপণের নিন্দা করেছে।
দক্ষিণ কোরিয়া বলেছে, এর ফলে গোটা অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হবে। প্রতিরক্ষামন্ত্রী কিহারা জানিয়েছেন, এটা গোটা বিশ্বের কাছে একটা বড় চ্যালেঞ্জ।
যুক্তরাষ্ট্রের দাবি, এই রকেট উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের বিরোধী। কারণ, এই রকেট উৎক্ষেপণ সরাসরি তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল প্রোগ্রামের সঙ্গে যুক্ত।
সোমবার সিওলে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা ত্রিপাক্ষিক বৈঠকে ফ্রি ট্রেড ডিল নিয়ে বৈঠকে বসেছিলেন। তারপরই এই উৎক্ষেপণ করার চেষ্টা হলো।