দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি প্ল্যান্টে অগ্নিকাণ্ড, চীনের ১৮ নাগরিক নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/24/s_korea.jpg)
দক্ষিণ কোরিয়ার লিথিয়াম ব্যাটারি প্ল্যান্টে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ছবি : এএফপি
দক্ষিণ কোরিয়ার লিথিয়াম ব্যাটারি প্ল্যান্টে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়েছে। এরমধ্যে ১৮ চীনা নাগরিক নিহত হয়েছে।
আজ সোমবার (২৪ জুন) এক বিবৃতিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনও একজন নিখোঁজ আছে। তারা জানিয়েছে, মৃতদের মধ্যে ২০ জন বিদেশি রয়েছে, যার মধ্যে ১৮ জন চীনা, একজন লাওস এবং একজন অজানা নাগরিক রয়েছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/06/24/s_korea_in.jpg)