পদত্যাগ করলেন ঋষি সুনাক, কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকেও সড়ে দাঁড়ানোর ঘোষণা
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে কনজারভেটিভ পার্টির। এই দলের নেতা প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পরাজয়ের পর পদত্যাগ করেছেন তিনি। বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার কাছে পদত্যাগপত্র জমা দিলে তা পদত্যাগপত্র গৃহীত হয়। এর আগে এক বক্তব্যে তিনি তার দল কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন। যদিও সেটি সময়ের ব্যপার বলে জানান ঋষি। খবর বিবিসির।
যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৩২৬টি। তবে, মধ্য বামপন্থি দল লেবার পার্টি ৪১২টি জিতে নিরঙ্কুশ জয় পেয়েছে। বিবিসি সর্বশেষ তথ্যে এটি উল্লেখ করে জানিয়েছে, লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যমটি জানায়, পদত্যাগপত্র জমা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে বিদায়ী ভাষণ দেন সুনাক। এ সময় তিনি নির্বাচনে খারাপ ফলাফলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই পরাজয়ের দায় তিনি নিজের কাঁধেই তুলে নেন। পাশাপাশি তিনি ১৪ বছরের শাসনামলে তার দলের অর্জনের কথা উল্লেখ করেন।
এরপর ঋষি সুনাক তার স্ত্রীকে নিয়ে বাকিংহাম প্যালেসে যান। সেখানে রাজার সাথে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দেন। রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করেন।