পাকিস্তানে নিষিদ্ধের পথে পিটিআই, ইমরান খানের বিরুদ্ধে হবে দেশদ্রোহের মামলা
পাকিস্তানে নিষিদ্ধ হতে চলেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই)। একইসঙ্গে ইমরান এবং প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে দেশদ্রোহের মামলাও হবে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আজ সোমবার (১৫ জুলাই) এসব তথ্য জানান। তিনি বলেন, সংবিধানের ৬ অনুচ্ছেদের আওতায় তাদের বিরুদ্ধে এই মামলা করা হবে। খবর আলজাজিরার।
কারাত ভিত্তিক গণমাধ্যমটি বলছে, রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে আতাউল্লাহ তারার বলেছেন, পিটিআই পাকিস্তানে অবৈধ উৎস থেকে বিদেশি তহবিল পাচ্ছে- এমন অভিযোগ ‘প্রমাণিত’ হওয়ায় এবং গত বছর সামরিক প্রতিষ্ঠানগুলোকে নিশানা করে পিটিআই সমর্থকদের দাঙ্গা-হাঙ্গামার ভিত্তিতে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, পিটিআই এবং পাকিস্তান সহাবস্থান করতে পারে না। ফেডারেল সরকার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করতে মামলা করবে। প্রয়োজনে বিষয়টি মন্ত্রিসভা এবং সুপ্রিম কোর্টে যাবে।