নেপালে ভূমিধসে নিহত ৬
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/26/nepal.jpg)
নেপালে ভূমিধসে ধসে পড়েছে বাড়ি-ঘর। ছবি : ইউএনবির প্রতিবেদন থেকে নেওয়া
নেপালের মধ্যাঞ্চলে ভূমিধসে তিনটি বাড়ি ধসে গেছে। এ ঘটনায় অন্তত ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৫ আগস্ট) রাত ৩টার দিকে রামেছাপ জেলার শৈলুং গ্রামীণ পৌরসভায় ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টির কারণে এই দুর্যোগের সৃষ্টি হয়।
এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন জানিয়ে জেলা পুলিশের মুখপাত্র কৌশল নিউপানে বলেন, ‘আমাদের দল নিখোঁজদের সন্ধানে কাজ করছে।’
কৌশল নিউপানে বলেন, স্থানীয় নদীর ওপর একটি সেতু বন্যায় ভেসে গেছে। এতে জেলার অন্যান্য অংশের সঙ্গে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।
নেপাল পুলিশ জানায়, মৌসুমী বৃষ্টিপাতজনিত দুর্যোগে শুক্রবার পর্যন্ত দেশটিতে ১৯৫ জন নিহত, ২৪৭ জন আহত এবং ৪৯ জন নিখোঁজ রয়েছে।