ভিয়েতনামে বারে অগ্নিসংযোগ, নিহত ১১
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি কারাওকে বারে সন্দেহজনক অগ্নিসংযোগের ঘটনায় ১১ জন নিহত এবং দুজন মারাত্মকভাবে আহত হয়েছে। দেশটির পুলিশ আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য দিয়েছে। খবর এএফপির।
অগ্নিকাণ্ডের পর সরকারি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হ্যানয়ের পশ্চিমাঞ্চলে কালো হয়ে যাওয়া একটি বহুতল ভবনের বেশিরভাগই আগুনে পুড়ে গেছে আর আশপাশে পড়ে আছে বাঁকা হয়ে যাওয়া লোহার বিভিন্ন কাঠামো।
পুলিশ জানায়, তারা গতকাল বুধবার স্থানীয় সময় রাত ১১টার দিকে আগুনের খবর পায়। এ ঘটনায় অনেক লোক ভেতরে আটকা পড়েছে বলেও তাদের কাছে তথ্য আসে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং সাতজনকে জীবিত অবস্থায় বের করে আনে। এদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া ১১ জনকে পাওয়া যায় মৃত অবস্থায়।
হ্যানয় পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা সন্দেহ করছে ক্যাফেটিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে কেউ ভেতরে আটকা পড়া লোকজনকে উদ্ধারের জন্য সাহস করতে পারেনি। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায়, ভবনটির বারান্দাগুলো লোহার কাঠি দিয়ে আটকানো ছিল, যার কারণে বের হয়ে আসা ছিল কঠিন। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুসারে, সেখানে ১০টি অগ্নি নির্বাপণকারী ট্রাক ও অ্যাম্বুলেন্স কাজ করছিল।
প্রথমে ভবনটির নিচতলায় আগুন লাগে এবং তা খুব দ্রুত পুরো কাঠামোকে গ্রাস করে। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানায়, ভবনটির পাশের একটি বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, আগুন লাগার কিছুক্ষণ আগে এক লোক একটি বালতি নিয়ে বার প্রাঙ্গণে প্রবেশ করে।
পুলিশ জানায়, মধ্যরাতের দিকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, কারাওকে বারটির কর্মচারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ার আগে ওই ব্যক্তি সেখানে বিয়ার পান করার জন্য গিয়েছিল। পরে সে পেট্রোল কিনে আনে ও মোটরসাইকেল রাখার জায়গাটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে মোটরসাইকেলগুলো বিস্ফোরিত হয়।
দুই বছর আগে ভিয়েতনামের বাণিজ্যিক নগরী হো চি মিন সিটির কাছে একটি প্রদেশে একটি কারাওকে বারে আগুন লেগে ৩২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় গত অক্টোবরে চার পুলিশ কর্মকর্তাসহ ছয়জনের কারাদণ্ড দেওয়া হয়। ওই ঘটনায় পুরো ভিয়েতনাম শোকে বিহ্বল হয়ে পড়ে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থতার জন্য কয়েক হাজার কারাওকে বার বন্ধও করে দেওয়া হয়।