তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্য
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য তুষারপাতের কবলে পড়েছে। গত সপ্তাহের ঐতিহাসিক গালফ কোস্টের তুষারঝড়ের কারণে দেশটি বিরল লকডাউনের মুখোমুখি হয়।
আবহাওয়াবিদ ক্রিস ডলস ওয়েদার ডটকমকে জানিয়েছেন, ‘লুইসিয়ানার লাফায়েট এবং নিউ অরলিন্সে সরকারি রেকর্ড করা ঝড়ের মোট পরিমাণ মোবাইলফোন, আলাবামা ও পেনসাকোলা, ফ্লোরিডা, নিউ ইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, সল্টলেক সিটি, ওমাহা, নেব্রাস্কার সিউক্স জলপ্রপাত ও দক্ষিণ ডাকোটায় যা দেখা গেছে তার চেয়ে বেশি।’
সোমবার (২৭ জানুয়ারি) ইউএসএটুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ঝড়ের তীব্রতা আরও একটি বিরল পরিস্থিতির তৈরি করেছে। দেশটির দক্ষিণের কয়েকটি শহরে উত্তরাঞ্চলীয় শহরগুলোর চেয়ে বেশি পরিমাণে তুষারপাত হয়েছে।
আবহাওয়াবিদ ক্রিস ডলসের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘হাওয়াইতেও তুষারপাত হওয়ার বিষয়ে অবাক হওয়ার কিছু নেই। বিগ আইল্যান্ডের মাওনা কিয়া আগ্নেয়গিরির চূড়ায় অক্টোবরের শেষের দিকে প্রথম তুষারপাত হয়েছিল। তাই ১৩ হাজার ফুট উঁচুতে তুষারপাত একটি সাধারণ ঘটনা।’
ক্রিস ডলসের দেওয়া আবহাওয়া বার্তায় আরও বলা হয়েছে, এই একই সময়ে একাধিক স্থানে তুষার জমে থাকা একটি অস্বাভাবিক ঘটনা, তবে এটি ২০১০ সালের ফেব্রুয়ারি মাসেও ঘটেছিল।