সাঁকোর কলোগ্রাফ কর্মশালা ও প্রদর্শনী
১৩ বছর নিজেদের কাজের নিয়মিত প্রদর্শনী করে আসছে নারী শিল্পীদের সংগঠন ‘সাঁকো’। সে ধারাবাহিকতায় গত ৩১ জুলাই থেকে শুরু হয়েছে কলোগ্রাফ প্রদর্শনী, চলবে ২২ আগস্ট পর্যন্ত। এ প্রদর্শনী চলাকালে গ্যালারি খোলা থাকবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত। মোহাম্মদপুরের কলাকেন্দ্রতে চলছে এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনী।
বিশিষ্ট শিল্পী বীরেন সোমের তত্ত্বাবধানে ১০ দিনের কর্মশালার মাধ্যমেই আয়োজন করা হয়েছে এ প্রদর্শনীর। কর্মশালায় সাঁকোর ছজন এবং আমন্ত্রিত ছজন, মোট ১২ জন মিলে কলোগ্রাফের বিভিন্ন করণকৌশল আয়ত্ব করেন।
মোহাম্মদপুরের ইকবাল রোডে নব প্রতিষ্ঠিত ‘কলাকেন্দ্র’-এর স্টুডিওতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ১০ দিনব্যাপী এই কর্মশালা আয়োজনের সার্বিক সহায়তা দিয়েছে কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও। কর্মশালায় সহজলভ্য উপকরণ দিয়ে সাশ্রয়ী এই শিল্পমাধ্যমটির নানা কৌশল সম্পর্কে শিল্পীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সহজলভ্য ও সাশ্রয়ী এ পদ্ধতিতে আগামীতে আরো নানান চিন্তাধারা সহজে ব্যক্ত করা সম্ভব হবে বলে মনে করছেন শিল্পীরা। প্রতিবারের মতো এবারও ‘সাঁকো’র প্রদর্শনী থেকে বিক্রয়লব্ধ অর্থের অংশবিশেষ শিল্পীদের কল্যাণে বা কোনো সংগঠনকে প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন-নাঈমা হক, কনক চাঁপা চাকমা, ফারিহা জেবা, সুলেখা চৌধুরী, রেবেকা সুলতানা, ফারজানা ইসলাম, ইশরাত জাহান, ফারজানা রহমান, সামিনা শারমিন, শাম্মী ইয়াসমিন, ফরহাদ হোসেন ও বীরেন সোম।
এ ছাড়া এই উদ্যোগকে সফল করার পেছনে শিল্পী বীরেন সোম, কলাকেন্দ্র এবং কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওর প্রতিও প্রদর্শনীর আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।