টিএসসিতে আগামীকাল থেকে ‘ফিল্ম ফর ফ্রেশারস’
চলচ্চিত্র সংসদ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ একটি পরিচিত নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই স্বেচ্ছাসেবামূলক সংগঠনটি চলচ্চিত্রপ্রেমীদের সারাবছর বিভিন্ন চলচ্চিত্র আসরের আয়োজন করে থাকে। এর মধ্যে একটি নিয়মিত আসরের নাম ‘ফিল্ম ফর ফ্র্রেশারস’, যা প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। এ বছরের উৎসবটি শুরু হতে যাচ্ছে আগামীকাল সোমবার।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের দেশ-বিদেশের নানা চলচ্চিত্রের সাথে পরিচয়ই কেবল নয়, বরং চলচ্চিত্রের প্রতি তাদের আগ্রহী করে তোলাও এই আসরের উদ্দেশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আগামীকাল ১৭ আগস্ট থেকে শুরু হবে এই আয়োজন। চলবে পরের দিন, অর্থাৎ ১৮ আগস্ট পর্যন্ত।
আসরে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র দেখানো হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে। দুই দিনে মোট ৮টি ছবি দেখানো হবে এই উৎসবে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের পে-ইন স্লিপের কপি অথবা আইডি কার্ড সাথে করে আনলেই বিনা মূল্যে উপভোগ করতে পারবেন ছবিগুলো।
আগামীকাল সকাল ১০টায় জহির রায়হানের স্টপ জেনোসাইড ছবিটি দিয়ে শুরু হবে এই উৎসব। পরের দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ইতালীয় পরিচালক ভিত্তোরিও ডি সিকার বিখ্যাত ছবি ‘দ্য বাইসাইকেল থিফ’ প্রদর্শনের মাধ্যমে উৎসবটি শেষ হবে। এনটিভি অনলাইন এই উৎসবে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে সম্পৃক্ত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ দেশের অন্যতম সক্রিয় চলচ্চিত্র সংসদ। সংগঠনটি ডাকসু অনুমোদিত এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সংগঠনটির সঞ্চালকের দায়িত্ব পালন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।