চারদিনব্যাপী সেলিম আল দীন উৎসব
আগামী ১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা থিয়েটার আয়োজন করেছে চারদিনব্যাপী সেলিম আল দীন জন্মোৎসব। এই আয়োজনের মধ্যে রয়েছে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মারক বক্তৃতা ও নাটক মঞ্চায়ন। ১৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আয়োজন।
উৎসবের প্রথম দিন ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরের দিন ১৯ আগস্ট সন্ধ্যা ৭টায় ঢাকায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত বিভিন্ন নাটকের চরিত্রের পরিবেশনা ‘পুতুল তোমার জনম কিরূপ’।
২০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত নাটক ‘স্বর্ণবোয়াল’। নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। নাটকটি মঞ্চস্থ করা হবে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে।
২১ আগস্ট শুক্রবার উৎসবের শেষ দিনে বিকেল ৪টায় রয়েছে সেলিম আল দীন স্মারক বক্তৃতা ২০১৫। এবার এই আয়োজনের বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক আবদুস সালাম। জাতীয় নাট্যশালার ৭ম তলার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে এই বক্তৃতা।
সন্ধ্যায় ৬টা ৩০ মিনিটে ‘সেলিম আল দীন পদক ২০১৫’ প্রদান করা হবে। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের নাটক ‘নিমজ্জন’। এটি নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।