ভাবনগরের সংগীত ও নৃ-বিদ্যা বিষয়ক আলোচনাসভা
আগামীকাল রাজধানীর ধানমণ্ডিতে মাইডাস সেন্টারে ভাবনগর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, সংগীত ও নৃ-বিদ্যাবিষয়ক এক আন্তর্জাতিক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এখানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির সহকারী পরিচালক ও গবেষক সাইমন জাকারিয়া। এরপর বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য পর্বে কথা বলবেন ড. মাসাহিকো তোগাওয়া। তিনি জাপানের হিরোসিমা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিদ্যা বিষয়ের সহযোগী অধ্যাপক। এ ছাড়া আলোচক হিসেবে থাকছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সৃংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জনাব মিহির মুসাকী (মো. মফিদুর রহমান)।
দ্বিতীয় পর্বে আলোচনা হবে বাংলাদেশের সংগীত নৃ-বিদ্যা নিয়ে।এই পর্বে কথা বলবেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক কিথ ই. কান্তু, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সাধারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। সভাপতির ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। এরপর হবে লালনসংগীত ও ভাবগানের পরিবেশনা।
অনুষ্ঠানের স্থান
ধানমণ্ডির ইএমকে সেন্টার, মাইডাস সেন্টার, ৮ম তলা, নং : ০৫
রোড : ১৬ (পুরাতন-২৭), ধানমণ্ডি।
সময় : বিকেল ৫টা ৩০ মিনিট