জাহিদ সোহাগের সপ্তম কবিতার বই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/31/photo-1548913472.jpg)
কবি ও সাংবাদিক জাহিদ সোহাগের নতুন কবিতার বই ‘অহেতু বদ্বুদ’ প্রকাশ হয়েছে। আগামীকাল শুরু হচ্ছে একুশে গ্রন্থমেলা, বইটি মেলার প্রথম দিন থেকেই মেলামাঠে পাওয়া যাবে। এটি কবির সপ্তম কবিতার বই।
‘অহেতু বদ্বুদ’ প্রকাশ করেছে অনুবাদ প্রকাশনী। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। দাম ১৫০ টাকা। অমর একুশে গ্রন্থমেলার (২০১৯) সোহরাওয়ার্দী উদ্যানে কাগজ প্রকাশনের স্টলে (স্টল নম্বর ৩৭৩-৭৪) মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে বইটি। গত বছর বইমেলায় নাম ছাড়া কাব্যগ্রন্থ প্রকাশ করে আলোচনায় এসেছিলেন কবি জাহিদ সোহাগ।