মুক্তিযুদ্ধের অজানা অধ্যায় ‘একাত্তরের ঈদ’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/01/photo-1548999623.jpg)
বাংলাদেশে বাঙালি মুসলমানের জন্য ১৯৭১ সালের ঈদ ছিল বিষাদে পূর্ণ। তারপরও সে বছর ২০ নভেম্বর ঈদ পালিত হয়। মুক্তিযুদ্ধ চলাকালে সবচেয়ে নিরানন্দ ও কষ্টের ঈদের নানা ঘটনাবলি নিয়ে প্রকাশিত হয়েছে বাশার খানের ‘একাত্তরের ঈদ’ গ্রন্থটি।
১৯৭১ সালের ১৯ নভেম্বর সন্ধ্যায় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পশ্চিমাকাশে ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে স্বাধীন বাংলা বেতারে বেজে ওঠে ‘ও চাঁদ তুমি ফিরে যাও’ শীর্ষক গান ও কথিকা। এই গানে কেঁদে বুক ভাসিয়েছে স্বাধীনতাকামী বাঙালিরা। মুসলমান মুক্তিযোদ্ধারা ঈদের জামাতে দাঁড়িয়েছেন, তাঁদের পাহারা দিয়েছেন হিন্দু মুক্তিযোদ্ধারা। অবরুদ্ধ বাংলার কোথাও কোথাও ঈদের মোনাজাতে পাকিস্তান সেনাবাহিনীর জন্য দোয়া করা হয়। ঈদ উপলক্ষে রাজাকারদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা আসে। এ রকম অনেক ঘটনার দালিলিক উপাদান ও বস্তুনিষ্ঠ বয়ান নিয়েই রচিত হয়েছে গ্রন্থটি।
গ্রন্থের ভূমিকায় প্রথিতযশা কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম লিখেছেন, ‘মার্চ থেকে নভেম্বর পর্যন্ত নৃশংস সব হত্যাযজ্ঞ চালিয়েছে সেই শত্রুরা। নভেম্বরে মানুষ কেঁদেছে, কিন্তু বিজয়ের স্বপ্নও দেখেছে। এ রকম এক মিশ্র অনভূতির সময় হাজির হয়েছে ঈদ। ...ঈদ পালনের ইতিহাসটি একটি ভিন্ন মাত্রায় একাত্তরকে দেখার সুযোগ করে দেয়। ...আমি নিশ্চিত একাত্তরের সার্বিক অবয়বটি তুলে ধরতে গ্রন্থটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’
বিভিন্ন অধ্যায়ে যুক্ত করা একাত্তরের ঈদ পালনের দুর্লভ ছবি এবং তখনকার পত্র-পত্রিকার প্রতিবেদন গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে। মুস্তাফিজ কারিগরের প্রচ্ছদে গ্রন্থটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন (বইমেলায় স্টল নং-৩৩১), সোহরাওয়ার্দী উদ্যান, পৃষ্ঠাসংখ্যা ১০৫, মূল্য ২০০ টাকা।