মিলু শামসের নতুন কবিতার বই
মিলু শামস সময় এবং জীবনের কথা লেখেন। প্রবন্ধ ও গল্পের বেলায় এ কথা যেমন সত্য, তেমনি তাঁর কবিতার ভেতরেও পাঠক সেই জীবন ও সময়ের দেখা পাবেন।
একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকেই মিলু শামসের কাব্যগ্রন্থ ‘নিরুপায় বৃত্ত’ পাওয়া যাবে। মিলু শামসের বইটি বের করেছে ‘এবং মানুষ’। বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সাহিত্য প্রকাশনী (স্টল নম্বর-৬১৭), বাংলা একাডেমি চত্বরে (স্টল নম্বর-৪৫) এবং উদীচীর স্টলে। বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।