ফাহিমের তৃতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা সংক্ষেপ’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/01/photo-1549003687.jpg)
প্রকাশিত হয়েছে ফাহিম ইবনে সারওয়ারের তৃতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা সংক্ষেপ’। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। অমর একুশে বইমেলায় ৩ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
নতুন এই কাব্যগ্রন্থ সম্পর্কে ফাহিম ইবনে সারওয়ার বলেন, ‘এবারের কাব্যগ্রন্থটি তিনটি অধ্যায়ে ভাগ করেছি। কবিতা সংক্ষেপ, কবিতার ক্লাস এবং যাবজ্জীবন জাহাঙ্গীরনগর। কবিতাগুলোর ধরন আলাদা বলেই তিনটি অধ্যায় করা হয়েছে। তবে সব মিলিয়ে প্রেম, নস্টালজিয়া আর শহরের কথাই বলা হয়েছে কবিতাগুলোতে।’
এর আগে ২০১৫ সালে ফাহিম ইবনে সারওয়ারের প্রথম কাব্যগ্রন্থ ‘অপরিচিত পরিচয়ে’ প্রকাশিত হয় অনিন্দ্য প্রকাশ থেকে।
২০১৬ সালে অনিন্দ্য প্রকাশ থেকে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতার প্রয়োজনে’ (নাসিমুল হাসানের সঙ্গে যৌথভাবে) প্রকাশিত হয়। ২০১৬ সালে কথাপ্রকাশ থেকে ‘সিনেমার আলাপ’ (সামি আল মেহেদীর সঙ্গে যৌথভাবে) নামে একটি অনুবাদের বইও প্রকাশিত হয়। এর পাশাপাশি টেলিভিশন নাটকের চিত্রনাট্য লিখেছেন তিনি।