আব্দুল্লাহ আল মুক্তাদিরের দুটি কবিতা
রক্তহীন রক্তাক্ত এইসব চোখ
রক্তপাত ছাড়াও আরও হাজার উপায়ে মানুষ মরে যেতে পারে।
সহস্র অন্য রঙে দারুণ মৃত্যু হতে পারে প্রতিদিন, প্রতি রাতে।
তবু অজস্র অফুরান রক্ত কেমন অসহায় মরে গেলে পড়ে।
উজার উদাস দুনিয়াজুড়ে
পাতার চেয়ে, ফুলের চেয়ে অনেক বেশি রক্ত ঝরে।
যাকে কোনোদিন ছুঁয়ে দেখি নাই, যার রক্তের গন্ধ জানি না
তার অপেক্ষাতে ক্লান্ত ভীষণ রক্তাক্ত হতে পারে চোখ।
বড় বেশি মায়া দুনিয়াজুড়ে।
প্রেমের চেয়েও অনেক বেশি মন।
মনের চেয়েও অনেক বেশি প্রেম।
রক্তহীন রক্তাক্ত এইসব চোখে চোখে
সহস্র অন্য রঙে নিদারুণ মৃত্যু হতে পারে প্রতিদিন, প্রতি রাতে।
লাল রঙে বহুদিন রক্ত হয় না
ফুলের বনে বসে আছি বলে রক্তকে আমার শিউলীবোঁটার লাল মনে হয়।
নদীকে নদী, তালপাতাকে তালপাতা, শালিককে শালিক, কেবল
যুদ্ধ শুনলে মনে হয় যেন যুদ্ধ নয়, বহু বহু বহুকাল আগে
কেউ কেউ মরেছিল, কেউ কাউকে মেরেছিল।
যেন লাল রঙে বহুদিন রক্ত হয় না।
যেন ফুলেরা এসে সব রং শুষে নিয়ে ফুল হয়েছে।
রক্তজবা, গোলাপ, রঙ্গন, ডালিম, কৃষ্ণচূড়া...
রক্তের নদীতে নাও ভাসালে নয়তো ডুবে গেলে মনে হবে সমস্ত রক্ত অজস্র ফুল।