পূর্ণিয়া সামিয়ার চেরি ঠোঁটে সিডিউস কাব্য’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে পূর্ণিয়া সামিয়ার কবিতার বই ‘চেরি ঠোঁটে সিডিউস কাব্য’। বইটি প্রকাশ করেছে মূর্ধন্য প্রকাশনী। কবির ভাষায়, বইটিতে বাস্তব-অবাস্তবতার দোলাচলে থাকা নিরেট প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে।
বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। গ্রন্থটি বইমেলার প্রথম দিন থেকেই ‘মূর্ধণ্য’র ৬৩৩ ও ৬৩৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
এনটিভি অনলাইনকে পূর্ণিয়া সামিয়া বলেন, এত যুদ্ধ, ক্ষুধা, নিপীড়ন, অস্থিরতা দরিদ্রতা, ব্যর্থতাকে প্রেমের কবিতায় আঁকতে চেয়েছি। যেখানে নারী সমাজের সঙ্গে পুরুষের পার্থক্যও কোনো কোনোটিতে উঠে এসেছে। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, প্রেক্ষাপটে নারীদের সুবিধা বেশি দেওয়া হচ্ছে দেখা গেলেও সেটি কিন্তু এক প্রকার নিচু করে রাখারই প্রবণতা। সংরক্ষিত কোনো কিছু মানেই হেও করে রাখা। সেটি না করে পারস্পারিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় সমতা তৈরি করার প্রয়াস লেখুনিতে ফুটিয়ে তোলার প্রয়াস ধরে রাখেন তিনি।
'চেরি ঠোঁটের সিডিউস কাব্য ' গ্রন্থটি পূর্ণিয়া সামিয়ার লেখা ষষ্ঠ বই। লেখকের প্রথম বই হলদে রোদ ও মেয়েটা, তারপর থেকে একাধারে এসেছে বার্নিং স্মল, চ্যাটবক্স,কাকিলাজানের বাহাস,পূর্ণতে লীন।