গোলাম মুস্তাফা পদক ও বৃষ্টি-দোলা তরুণ আবৃত্তিশিল্পী পদক প্রদান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/21/golaam-mustaaphaa-aabrtti-pdk.jpg)
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রতিবারের মতো এবারও ‘একুশের প্রথম প্রহর উদযাপন ও গোলাম মুস্তাফা আবৃত্তি পদক প্রদান’ করেছে। মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর এমপি।
অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ, একুশে পদকে ভূষিত আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং একুশে পদকে ভূষিত বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্। অনুষ্ঠানে একুশে পদকে ভূষিত হওয়ার অনুভূতি প্রকাশ করেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/02/21/golaam-mustaaphaa-aabrtti-pdk-2.jpg)
আবৃত্তিশিল্প ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গোলাম মুস্তাফা আবৃত্তি পদক ২০২৪ এ ভূষিত হয়েছেন রফিকুল ইসলাম ও জয়দুল হোসেন। বৃষ্টি-দোলা তরুণ আবৃত্তিশিল্পী পদক ২০২২ এ ভূষিত হয়েছেন পারমিতা রায় ও পংকজ পাণ্ডে এবং বৃষ্টি-দোলা তরুণ আবৃত্তিশিল্পী পদক ২০২৩ এ ভূষিত হয়েছেন পুজয়িতা দত্ত ও অনামিকা গাইন।