বন্যার্তদের সাহায্যার্থে গ্যালারি কসমসে ‘আর্ট ফর এইড: রিবিল্ডিং লাইভস’ প্রদর্শনী শুরু
দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে গ্যালারি কসমসে ‘আর্ট ফর এইড: রিবিল্ডিং লাইভস’ শীর্ষক একটি বিশেষ গ্রুপ আর্ট প্রদর্শনী শুরু হয়েছে। বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গ্যালারি কসমসে মাসব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এই প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে।
ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলার ৫৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এখন পর্যন্ত ৬০ জন মানুষের মৃত্যু হয়েছে। এরপর থেকে বন্যার্তদের আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিতে এগিয়ে এসেছে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান।
গ্যালারি কসমসের এই বিশেষ শিল্প প্রদর্শনীতে দেশের ২৪ জন খ্যাতনামা ও তরুণ শিল্পীর অনন্য ও বিশেষ শিল্পকর্ম স্থান পেয়েছে। তারা হলেন- কালিদাস কর্মকার, হামিদুজ্জামান খান, বীরেন সোম, অলকেশ ঘোষ, আবদুস শাকুর শাহ, ফরিদা জামান, জামাল আহমেদ, রোকেয়া সুলতানা, শিশির ভট্টাচার্য, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, কনকচাঁনপা চাকমা, মোহাম্মদ ইকবাল, অনুকূল মজুমদার, মাকসুদা ইকবাল নীপা, নাজিয়া আন্দালিব প্রেমা, আজমীর হোসেন, বিশ্বজিৎ গোস্বামী, আবদুল্লাহ আল বশির, সৌরভ চৌধুরী, কামরুজ্জোহা, শাহানুর মামুন ও আরিফ বাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালারি কসমসের পরিচালক তেহমিনা এনায়েত, মুক্তিযোদ্ধা ও বরেণ্য শিল্পী বীরেন সোম, ফটোসাংবাদিক ও শিল্পী নাসির আলী মামুন, একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের শিল্পী ও শিক্ষক ফরিদা জামান, শিল্পী ও শিল্পবিষয়ক শিক্ষাবিদ বিশ্বজিৎ গোস্বামী, প্রখ্যাত তরুণ চিত্রশিল্পী শাহানুর মামুন, ও গ্যালারি কসমসের আর্টিস্টিক ডিরেক্টর সৌরভ চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্যালারি কসমসের পরিচালক তেহমিনা এনায়েত বলেন, ‘শিল্প একটি চিরন্তন মাধ্যম যা কষ্টের সময়ে আমাদের প্রশান্তি দিতে পারে। যেহেতু আমাদের দেশ বর্তমানে এই বিধ্বংসী বন্যার বিপর্যয়ের মুখোমুখি, আমরা আমাদের দেশের সবচেয়ে খ্যাতনামা এবং প্রতিশ্রুতিশীল শিল্পীদের নিয়ে এই অনন্য প্রদর্শনী শুরু করেছি। শিল্পকর্ম বিক্রয়ের অর্থ দিয়ে গঠিত তহবিল বন্যার্তদের জন্য দান করা হবে। আমরা যখনই এ ধরনের উদ্যোগ নিয়েছি, তখনই এই অসাধারণ শিল্পীদের সমর্থন পেয়েছি।’
শিল্পী ও মুক্তিযোদ্ধা বীরেন সোম বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠান ও সৃজনশীল প্রচেষ্টার মাধ্যমে আমাদের শিল্পীরা গুরুত্বপূর্ণ মুহূর্তে সমাজে গভীর প্রভাব ফেলতে পারেন। গ্যালারি কসমস ক্রমাগত এই ধরনের উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়ে আসছে এবং আমি এই বিশেষ প্রদর্শনীর অংশ হতে পেরে আনন্দিত। গ্যালারি কসমসের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান, পরিচালক তেহমিনা এনায়েত এবং পুরো টিমকে ধন্যবাদ।’
একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক ড. ফরিদা জামান বলেন, ‘১১টি জেলায় ৫৫ লাখেরও বেশি মানুষ বন্যায় বিপর্যস্ত। এই ধরনের শৈল্পিক উদ্যোগ অবশ্যই এতে সহায়তা করতে পারে এবং আমরা গ্যালারি কসমসকে এই জাতীয় প্রদর্শনীর মাধ্যমে এমন উদ্যোগ নেওয়ার জন্য সাধুবাদ জানাই।’
ঢাকার মালিবাগের ৬৯/১ নিউসার্কুলার রোডের কসমস সেন্টারে আগামী ৫ অক্টোবর পর্যন্ত গ্যালারি কসমস ‘আর্ট ফর এইড: রিবিল্ডিং লাইভস’ শীর্ষক প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।