অ্যাপ দিয়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী
মিল মালিকদের সিন্ডিকেট বন্ধ করতে এখন থেকে অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে আজ বুধবার এ কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, গত আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ছয় লাখ ২৭ হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছে।
এ সময় কৃষিমন্ত্রী জানান, এবার প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কাছ থেকে লটারির মাধ্যমে লক্ষ্যমাত্রা অনুসারে ধান কেনা হয়েছে।
খাদ্যমন্ত্রী জানান, আমন ধান যাঁদের কাছ থেকে কেনা হয়েছে, তাঁদের বাদ দিয়ে বাকি কৃষকের কাছ থেকে বোরো মৌসুমে ধান কেনা হবে।
তিনি আরো বলেন, অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান কেনায় সফলতা আসায় আসন্ন বোরো মৌসুমে ৬৪ জেলার ৬৪টি উপজেলা থেকে অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে সরকার।