আত্মীয়ের মৃত্যুর খবর শুনে যাচ্ছিলেন, পথে নিজেই হলেন লাশ
মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে ওমর আলী (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আহত হয়েছেন তাঁর ছেলে নজরুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
একটি মাটিবোঝাই ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান আহত নজরুল ইসলাম। নিহত ওমর আলী উপজেলার চিৎলা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
আহত নজরুল ইসলাম জানান, পার্শ্ববর্তী আসমানখালী গ্রামে এক আত্মীয় মারা যাওয়ায় সেখানে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। পথে সানঘাট গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে পাশ কাটানোর সময় রাস্তার পাশে পড়ে থাকা কাদায় চাকা পিছলে যায়। এতে দুজনই আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে বাবা-ছেলেকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরে করে ইটভাটায় মাটি বহনের কারণে রাস্তায় মাটি পড়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। ফলে এ দুর্ঘটনাগুলো ঘটেছে। প্রশাসনের নজরদারি না থাকায় প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটে।
সানঘাটের বাসিন্দা ও মেহেরপুর জেলা পরিষদ সদস্য শওকত আলী বলেন, ট্রাক্টরে মাটি নেওয়ার সময় ত্রিপল দিয়ে ঢেকে নেওয়া উচিৎ। এতে রাস্তায় মাটি পড়া কিছুটা হলেও কমবে। পাশাপাশি মানুষ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইলা আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওমর আলীর মৃত্যু হয়েছে। এ ছাড়া তাঁর ছেলে নজরুলকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।