আরামবাগ ক্লাবের ছাদে রাজমিস্ত্রির লাশ
রাজধানীর ফকিরেরপুলের আরামবাগ ক্লাবের ছাদ থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালের পর লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে কেন বা কীভাবে তিনি খুন হলেন এবং লাশটি সেখান কীভাবে গেল সেই তথ্য জানাতে পারেনি পুলিশ।
বিকেলে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এনটিভি অনলাইনকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি সাইফুল ইসলামের নিথর দেহ পড়ে ছিল। সেখান থেকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।’
আব্দুর রাজ্জাক আরো বলেন, ‘সাইফুল ইসলাম থাকেন সাভারে। করেন রাজমিস্ত্রির কাজ। গ্রামের বাড়ি নোয়াখালী। বাবার নাম মানিক মিয়া। কিন্তু সাইফুল ইসলাম আরামবাগ ক্লাবের ছাদের উপর কেন গেলেন বা কে তাঁকে সেখানে নিয়ে গেল, তা আমরা এখনো জানতে পারিনি। আবার তিনি করোনায় মারা গেলেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে- তাও বুঝতে পারছি না। আমরা ব্যাপারটা নিয়ে তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’
উপপরিদর্শক বলেন, ‘তবে মৃত ব্যাক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ব্যাপারে আরামবাগ ক্লাবের লোকজনও কিছু জানে না। কাল লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এই ব্যাপারে অনেক তথ্য জানা যাবে।’