আশুগঞ্জে ইয়াবা ব্যবসায়ী হানিফা গ্রেপ্তার
আশুগঞ্জ উপজেলায় ইয়াবার ডিলার খ্যাত মো. হানিফাকে (৩৮) গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে আশুগঞ্জ থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জানা গেছে, আশুগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান যোগদান করে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত নেন। এরই অংশ হিসেবে গতকাল রাত সাড়ে ১০টার দিকে ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে লালপুরের নোয়াগাঁও গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর থেকে একটি বড় ছুরি উদ্ধার করা হয়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম মনিরুল ইসলাম জানান, হানিফা এলাকায় ইয়াবার ডিলার হিসেবে পরিচিত। ইয়াবা ও মাদক মামলায় বেশ কয়েকবার জেলও খেটেছে। মাদক ছাড়াও এলাকায় মারামারি এবং হেফাজতের তাণ্ডবের সময় আশুগঞ্জে ভাঙচুর, লুটপাটসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা চিহ্নত মাদক ও ইয়াবা কারবারিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।