আশুগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জশনে জুলুস এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে উপজেলার প্রতিটি গ্রাম থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাজার হাজার জনতা শোভাযাত্রা করে মিলাদুন্নবীর শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠে এসে জমায়েত হয়।
শোভাযাত্রাটি চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেইট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় মাদ্রাসা মাঠে এসে জড়ো হয়।
চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠে অধ্যক্ষ কাজী মহি উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. শাহীন সিকদার, মাওলানা নরুল ইসলাম আল কাদরী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মোজাম্মেল হক জালালী, মাওলানা মিজানুর রহমান, অধ্যক্ষ হাবিবুর রহমান, মো. জিল্লুর রহমান মুন্সি, নুরুল ইসলাম আল ক্বাদরী, মাওলানা মনিরুজ্জামান হানাফী, মাওলানা রবি উল্লাহ নুরী, আলহাজ খন্দকার বাবুল শাহ, মাওলানা হোসাইন আল ক্বাদেরী, মো. উজ্জল মিয়া এবং মো. শফিকুল ইসলাম খোকা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি বলেন, ‘আহলে সুন্নাত ওয়াল জামাত মহানবীর (সা.) আদর্শ অনুসরণকারী একটি দল। যারা নবী করিম (সা.) এর আদর্শ অনুসরণ করে ইসলামি আইনকানুন মেনে চলার চেষ্টা করে।’
সবশেষে আলোচনা সভার সভাপতি ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী মহি উদ্দিন মোল্লা মিলাদুন্নবী জশনে জুলুস শেষে বিশ্বের সব মুসলমানদের জন্য শান্তি কামনা করে দোয়া এবং মিলাদ পরিচালনা করেন।