আসামি ধরতে গিয়ে স্ট্রোক, হাসপাতালে উপপরিদর্শকের মৃত্যু
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) তানজিল আল আসাদ (৪৮)আসামি ধরতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এসআই তানজিল আল আসাদের বাড়ি গাজীপুরে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে পরোয়ানাভুক্ত আসামি ধরতে যান এসআই আসাদ। সেখানে হঠাৎ স্ট্রোক করেন তিনি। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ পুলিশ লাইনস মাঠে এসআই আসাদের জানাজা হয়। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়ি গাজীপুরে পাঠানো হয়।