ইসলাম নিয়ে কটূক্তি, যুবকের কারাদণ্ড
ইসলাম নিয়ে কটূক্তির দায়ে পিরোজপুরের এক দর্জিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ-শামস জগলুল হোসেন রায় ঘোষণা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নজরুল ইসলাম শামীম এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি আরো বলেন, দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সুজন দে।
পিপি বলেন, আজ রায় ঘোষণার আগে আসামি সুজনকে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।
এজাহার থেকে জানা গেছে, সুজন দে পিরোজপুরের দর্জির দোকানে কাজ করতেন। তিনি ২০১৭ সালের ২০ মে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে হজরত মুহম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন। যা ধর্মানুভূতিতে আঘাত হানে। এই ঘটনায় রাঙামাটি জেলার লংগদু থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এরপর ২০১৭ সালের ৩০ আগস্ট সুজন দের বিরুদ্ধে রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে মামলাটি বিচারের জন্য বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে বদলি হয়ে আসে। সেই ট্রাইব্যুনালে ২০১৭ সালের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।