উদীচী ট্র্যাজেডির ২৩ বছর, ঝুলে আছে বিচারকাজ
উদীচী ট্র্যাজেডি দিবস আজ রোববার। ১৯৯৯ সালের ৬ মার্চ মধ্যরাতে যশোর টাউন হল ময়দানে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষদিনের অনুষ্ঠান বাউল গান চলাকালে ভয়াবহ দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় নিহত হন ১০ জন সাংস্কৃতিক কর্মী ও দর্শক। আহত হন আড়াই শতাধিক মানুষ।
সাংস্কৃতিক কর্মীরা প্রতিবছর এই দিনটিকে উদীচী ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছেন। ওই ঘটনার পর থেকেই নিহত ব্যক্তিদের স্বজন ও আহতেরা স্বজন হারানোর বিচার দাবি করে আসছেন। এত বছর পার হলেও উদীচী হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় হতাশ হয়ে পড়ছেন তাঁরা।
উদীচী ও আদালত সূত্র জানায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ত্রুটিপূর্ণ চার্জশিটের কারণে ২০০৬ সালের ৩০ মে যশোর আদালত থেকে খালাস পেয়ে যান এ মামলার সব আসামি। পরে সরকার ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে মামলা পুনরুজ্জীবিত হয়। কিন্তু, এরপর মামলাটির আপিল শুনানি আর হয়নি।
এদিকে, প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে ওই দিনের নিহতদের স্মরণ করছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানের স্মৃতিস্তম্ভে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে।