একজনের মৃত্যুর খবরে পরিবারের আরও দুইজনের মৃত্যু
হবিগঞ্জের চুনারুঘাটে একজনের মৃত্যুর খবরে একই পরিবারের আরও দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই গ্রামের সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া (৮৫), তাঁর মেয়ে সুরাইয়া আক্তার (৪৫) ও নাতনী সৈয়দা উলফাত (১২)।
এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উবাহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রজব আলী। তিনি জানান, কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শ্রীকুটা গ্রামের সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া। আজ সকালে সেখানে তিনি চিকিৎসাধীন মারা যান। তাঁর মৃত্যুর খবর পরিবারের লোকদের মধ্যে জানাজানি হলে কান্নার রোল পড়ে। বাবার মৃত্যুর খবর শুনে দুপুরের দিকে উপজেলা সদরের উত্তর বাজারের নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তাঁর মেয়ে সুরাইয়া আক্তার। সুরাইয়ার মৃত্যুর সংবাদ শুনে বিকেল ৪টার দিকে মারা যায় সুরাইয়া আক্তারের মেয়ে সৈয়দা উলফাত। মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব স্থানীয় শ্রীকুটা হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে তাদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।