এফবিসিসিআইয়ের সভাপতি হলেন বেঙ্গল গ্রুপের জসিম উদ্দিন
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন। আর সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা আজাদ চৌধুরী।
আজ রোববার ফেডারেশন ভবনে এ তথ্য জানিয়েছে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ড।
নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহসভাপতি। এ ছাড়া তিনি বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন জসিম উদ্দিন।
আর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী রংপুর চেম্বারের সাবেক সভাপতি।
২০২১-২০২৩ মেয়াদে সভাপতি এবং প্রথম সহসভাপতি ছাড়াও সংগঠনটির অ্যাসোসিয়েশন এবং চেম্বার গ্রুপ থেকে তিনজন করে মোট ছয়জন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত তিন সহসভাপতি হলেন এম এ মান্নান, মো. আমিন হেলালি ও হাবিব উল্লাহ।
আর চেম্বার গ্রুপের তিন সহসভাপতি হচ্ছেন মো. আমিনুল হক শামীম, সালাউদ্দিন আলমগীর ও এম এ রাজ্জাক খান।
এবারের মতো গত নির্বাচনেও ভোট দেওয়ার সুযোগ পাননি সাধারণ সদস্যরা।