ওআইসিভুক্ত দেশে পিটিএ পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে সম্পাদিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়ন দরকার। কোভিডের অন্যতম ক্ষতিগ্রস্ত খাত হিসেবে ট্যুরিজম সেক্টরে একটি ফান্ড গঠন করা খুবই জরুরি।
বাণিজ্যমন্ত্রী তাঁর সরকারি বাসভবনের অফিস থেকে জুম ভিডিও কনফারেন্সের (ভাচুর্য়াল) মাধ্যমে গতকাল বুধবার রাতে অর্গানাইজেশনস অব ইসলামিক স্টেটস (ওআইসি)-এর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় সংক্রান্ত জোট কমসেকের স্ট্যান্ডিং কমিটির ৩৬তম অধিবেশনে এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল, প্রতিযোগিতামূলক ট্যুরিজম শিল্পের বিকাশে উদ্যোক্তা সৃষ্টি। কমসেকভুক্ত ৫৭টি দেশের মন্ত্রী পর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপে এরদোগান।
বাণিজ্যমন্ত্রী ওআইসিভুক্ত দেশের মধ্যে অধিকতর ভ্রাতৃতবোধ সৃষ্টিসহ অর্থনৈতিক এবং বাণ্যিজ্যিক ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, পৃথিবীর মধ্যে বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান। বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এখানে ওআইসিভুক্ত দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে লাভবান হবেন।
অনুষ্ঠানে আরব গ্রুপ থেকে কুয়েতের মন্ত্রী আলসেতান, আফ্রিকা গ্রুপ থেকে নাইজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুবায়ের দাদা, ওআইসির সেক্রেটারি জেনারেল ড. ইউসুফ এ আল-ওতাহাইমিন, ইসলামিক উন্নয়ন ব্যাংকের সভাপতি ড. বন্দর এম এইচ হাজ্জার, তুরস্কের ইউনিয়ন চেম্বার ও কমোডিটি এক্সচেঞ্জের সভাপতি এবং ইসলামিক চেম্বার অব কমার্স, ইন্ড্রাটিজ অ্যান্ড অ্যাগ্রিকালচারের সহসভাপতি এম রিফাত হিসার সিকলুগ্লু।