ওয়েলকাম টু কোর্ট খন্দকার মাহবুব হোসেন : প্রধান বিচারপতি
করোনাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন আইনপেশা থেকে দূরে ছিলেন প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সুস্থ হওয়ার পর আজ সোমবার আপিল বিভাগের শুনানিতে অংশ নেওয়ায় তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে পাঁচ বিচারপতির বেঞ্চে আপিল বিভাগের বিচার কার্যক্রম শুরু হয়। এ সময় আপিল বিভাগে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
খন্দকার মাহবুব হোসেনকে দেখতে পেয়ে প্রধান বিচারপতি বলেন, ‘ওয়েলকাম টু কোর্ট মিস্টার খন্দকার মাহবুব হোসেন। আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আল্লাহ আপনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন।’
তখন খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আপনাদের সবার দোয়ায় সুস্থ হয়েছি।’ এরপর কার্যতালিকা অনুযায়ী আপিল বিভাগের বিচারকাজ শুরু হয়।
গত ১৬ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খন্দকার মাহবুব হোসেন। ২৮ সেপ্টেম্বর বাসায় ফেরেন এই প্রখ্যাত আইন বিশেষজ্ঞ। এরপর থেকে বাসায় ছিলেন তিনি। দীর্ঘদিন পর আজ সোমবার আপিল বিভাগে মামলার শুনানিতে অংশ নিলেন তিনি।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এ আইনজীবী।
চারবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন খন্দকার মাহবুব হোসেন। ৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন এ আইনজীবী। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।